Sony Xperia Z - হোম স্ক্রীন

background image

হোম স্ক্রীন

হোম স্ক্রীন হল আপনার যন্ত্র ব্যবহারের সূচনা স্থল৷ এটি একটি কম্পিউটার পর্দায়

ডেস্কটপের সমরূপ৷ আপনার হোম পর্দায় সাতটি পর্যন্ত পেইন থাকতে পারে, যেগুলির স্বাভাবিক

পর্দা প্রদর্শনের থেকে চওড়ায় বাড়ানো যায়৷ হোম স্ক্রীণ পেইনের সংখ্যা হোম স্ক্রীণের

নীচের দিকে ডটের দ্বারা উপস্থাপিত করা হয়৷ হাইলাইট করা ডটটি আপনি বর্তমানে যে পেইনটিতে

আছেন সেটি দেখায়|

হোম পর্দাতে যেতে

টিপুন৷

18

এটি এই প্রকাশনার একটি ইন্টারনেট সংস্করণ। © শুধুমাত্র নিজস্ব ব্যবহারের জন্যই মুদ্রণ করুন।

background image

হোম পর্দা ব্রাউজ করতে

হোম স্ক্রীন ফলকগুলি

আপনি আপনার হোম স্ক্রীণে নতুন ফলক যুক্ত করতে পারেন (সর্বাধিক 7টি পর্যন্ত ফলক)এবং

ফলকগুলি মুছুন৷ এছাড়াও আপনি ফলক সেট করতে পারেন যেটি আপনি হোম স্ক্রীণ ফলক রূপে

ব্যবহার করতে চান৷

প্রধান হোম স্ক্রীন প্যান রূপে একটি প্যান স্থাপন করতে

1

আপনার যন্ত্রটিতে কম্পন না হওয়া পর্যন্ত আপনার হোম স্ক্রীনের খালি জায়গা স্পর্শ

করে ধরে থাকুন।

2

আপনি মুখ্য হোম স্ক্রীন ফলক হিসেবে যেটিকে সেট করতে চান সেটিকে ব্রাউজার করতে

আলতোভাবে বাম অথবা ডানে ফ্লিক করুন, তারপর আলতো চাপুন৷

আপনার হোম পর্দায় ফলক সংযোজন করতে

1

আপনার যন্ত্রটি না কাঁপা অবধি আপনার হোম স্ক্রীনতে একটি ফাঁকা জায়গায় স্পর্শ

করুন ও ধরে থাকুন৷

2

ফলকগুলিকে ব্রাউজ করতে, সব দিক থেকে ডান বা বামদিকে ফ্লিক করুন, তারপর

আলতো চাপুন৷

হোম স্ক্রীন থেকে একটি ফলক বিলোপ করতে

1

আপনার যন্ত্রটি না কাঁপা অবধি আপনার হোম স্ক্রীনতে একটি ফাঁকা জায়গায় স্পর্শ

করুন ও ধরে থাকুন৷

2

ফলক ব্রাউজার করতে আলতোভাবে বাম অথবা ডান করুন, তারপর আলতো চাপুন৷

19

এটি এই প্রকাশনার একটি ইন্টারনেট সংস্করণ। © শুধুমাত্র নিজস্ব ব্যবহারের জন্যই মুদ্রণ করুন।

background image

হোম স্ক্রীন সেটিংস

আপনার হোম স্ক্রীনে একই মৌলিক সেটিংসের সমন্বয় করতে হোম স্ক্রীন সেটিং শর্টকাট

ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি আপনার হোম স্ক্রীনকে স্বয়ং আবর্তনে সেট করতে

পারেন ও আইকনের মাপের সমন্বয় করতে পারেন।

আপনার হোম স্ক্রীনকে স্বতঃ আবর্তিততে সেট করতে

1

যন্ত্রটি কম্পন না হওয়া পর্যন্ত আপনার হোম স্ক্রীনের খালি জায়গাটা স্পর্শ করে ধরে

থাকুন, তারপরে হোম স্ক্রীন সেটিং আলতো চাপুন।

2

স্লাইডারটিকে স্বয়ং আবর্তিত করুন এর পাশে ডানদিকে টেনে আনুন৷

আপনার হোম স্ক্রীনে আইকনের মাপের সমন্বয় করতে

1

যন্ত্রটি কম্পন না হওয়া পর্যন্ত আপনার হোম স্ক্রীনের খালি জায়গাটা স্পর্শ করে ধরে

থাকুন, তারপরে হোম স্ক্রীন সেটিং আলতো চাপুন।

2

আইকনের মাপ আলতো চাপুন, তারপর একটি বিকল্প নির্বাচন করুন৷